Friday, November 18, 2011

mukhosh

সময় বদলেছে .. পাল্টেছে মানুষ মুখোশের দুপাশেই /
সাজিয়ে চার পাশে কৃত্রিম জগৎ ...
ঠোটে সাজানো মেকি হাসি -
বাস্তব বেঁচে থাকে পেট্রলের ধুসর ধোঁয়ায় ,
ভীর বাসের পাদানি আর আয়নার ওপারে /


shomoy

সময়ের পাকদন্ডি বেয়ে পার হয়ে গেছে অনেকটা বছর ...
রুপকথা আর বাস্তবের মাঝে আজ এক সমুদ্র ব্যবধান ...
জীবন তার রুক্ষ হাতে ছিঁড়ে ফেলে দিয়েছে
কল্পনার যবনিকা ...
স্বোপ্নোর নেশা কেটে আজ শুধু তীব্র
কঠিন সত্যের মুখোমুখি /

ratri

রাত্রি জেগে থাকে জানলার গরাদ ধরে -
চারিদিকে পুঞ্জিভূত অন্ধকার ....
কথাও গাড় কথাও ফিকে /
কথাও আবার , অন্ধকার ভেদ
করে এঁকে বেঁকে চলে গেছে স্ট্রীট লাইটে
ভেজা রাস্তা -
দুরে কথা থেকে ভেসে আসে কুকুরের আর্ত চিত্কার ...
হয়ত শোনা যায় কোনো রাত জাগা পাখির অস্থির ডানা ঝাপটানি -
নিদ্রাহীন চোখে জেগে থাকে রাত্রি সময়ের গরাদ ধরে -
এক ফালি চাঁদ শুধু নিশ্চিন্তে ঘুমোয় রাত্রির কোলে /
দেখেছিলাম তাকে কত স্বপ্ন কত সত্যির বাঁকে /
মনের গভীরে সাদা কালো রঙ দিয়ে রঙিন
স্বপ্ন এঁকে চলেছে -
কত বলা কত না বলা কথার মালা
গেঁথে চলেছে /
দেখেছি তাকে কত মন খারাপের দুপুর বেলায়
রোদ্দুর মাখা ছাদে /
সে আমার চোখের পাতার
টাপুর টুপুর জল -
মনের মাঝে গভীর কালো
অশ্রু ছল ছল /
  

Thursday, June 2, 2011

sesh hoyeo holona sesh

জানিনা যাকে ভেবেছি শেষ সে-ই শেষ কিনা ...
নাকি কিছু আরম্ভ হার পূর্বাভাস মাত্র -
শেষ বলে কি সত্যি কিছু আছে নাকি সবটাই আপেক্ষিক ?
"এই বুঝি শেষ " মনে করে যতবার স্মৃতির 
খাতা বন্ধ করতে যাই , ততবার আনাচে কানাচে 
নতুন স্মৃতি এসে হাতছানি দিয়ে যায়-
মুক্ত আকাশের দিকে চেয়ে নতুন ভোরের স্বপ্ন 
জাগে জীবনের শেষ রাতে -
খালি সাবান কৌটোয় থেকে যাওয়া সুগন্ধের মতই ,
সব "শেষ হয়ে যাওয়াই " তার কিছু কিছু 
চিন্হ রেখে যায় -
সেই সব চিন্হ অক্ষয় অব্যয় , অশেষ -
তাই মনে হয় শেষ হেও হলনা শেষ /


tumi

আজ তোমার নতুন জগৎ , অন্য পৃথিবী
আমাকে তার অংশ হতে দিয়ো /
আজ আমার রঙে মেশেনা তোমার সুর -
ফ্যাকাশে চাঁদ গল্প বলেনা আর -
সুদূরে শুধু উড়ে চলে যায় মন /
কত আলো কত অন্ধকার -
হারিয়ে গেছে অজানা ঠিকানায় /
আজ নিজের কাছেই নিজে অচেনা -
যেন আমার শরীরে জেগে আছে অন্য কেউ কোনো হিংস্র অভিপ্রায়ে /
তাই ইছে করে তোমার কাছে যাই-
নিজেকে যদি হঠাত খুঁজে পাই /

golpo

আমার আজ মেঘলা মেঘলা দিন..
তুমি তবু রয়েছ উদাসীন /
চোখের কলে বৃষ্টি রিমঝিম..
বড় ধুসর ক্লান্ত এই দিন /
জানলা দিয়ে গড়িয়ে আসা রোদ-
নিঝুম দুপুরে সন্খচিলের খোঁজ  /
হাওয়ায় হওয়ায় শুধুই কানাকানি -
স্মৃতি বিস্মৃতির নিত্য হাতছানি /
ওই সুদূরে তেপান্তরের মাঠ -
বেঙ্গমা বেঙ্গমী আজ হেহে নির্বাক /
মনের মাঝে পুঞ্জ পুঞ্জ মেঘ -
কে জানে কবে গল্প বলার শেষ /